নবান্নের নির্দেশে সোমবারই রাজ্যে নিষিদ্ধ হয়েছে 'দ্য কেরালা স্টোরি'। কিন্তু অভিযোগ অনেক হল মালিকই সোমবার রাতে সেই নির্দেশিকা হাতে পাননি। তেমনই একটি হল উত্তর চব্বিশ পরগনার বেলঘরিয়ার রূপমন্দির। এই মিনিপ্লেক্সে সপ্তাহের শুরু থেকেই চলছিল এই বিতর্কিত সিনেমা। মঙ্গলবার সকালে হলের সামনে সিনেমাপ্রেমীদের একাংশের অভিযোগ, তাদের প্রথমে হলে ঢুকতে দেওয়া হয়নি। পরে হলের সামনে ঝুলিয়ে দেওয়া হয় সরকারি নির্দেশিকা। যদিও হল মালিকের দাবি, মঙ্গলবার সকালে সরকারি নির্দেশিকা আসার পরেই তা ঝুলিয়ে দেওয়া হয়েছিল। স্থানীয়দের অভিযোগ, সিনেমাপ্রেমী বলে যাঁরা নিজেদের দাবি করেছেন, তাঁরা প্রায় সকলের এলাকার বিজেপি কর্মী বলেই পরিচিত। এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা দেখা দেয় বেলঘারিয়ার স্টেশন সংলগ্ন এই সিনেমা হলের সামনে।
সোমবার সরকারি নির্দেশের পরেই কলকাতার প্রতিটি সিনেমা হল থেকে এই ছবি তুলে নেওয়া হয়। এমনকী অনলাইন টিকিট বুকিং অ্যাপে এই ছবি যে নিষিদ্ধ করা হয়েছে, তা গ্রাহকদের জানিয়ে দেওয়া হয়। বেলঘরিয়ার রূপমন্দিরের মালিকের দাবি, তাঁরা সরকারি এই নির্দেশিকা এদিন সকালে পাওয়ার সঙ্গেই তা কার্যকর করেন।
এদিন হলের সামনে বিক্ষোভকারীদের অভিযোগ, তাঁরা অনলাইনে টিকিট কেটে এই সিনেমা দেখতে এসেছিলেন। তাই সিনেমা দেখেই বাড়ি ফিরবেন। সিনেমা হলের সামনেই তাঁরা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্লোগানও তোলেন। তখনই স্থানীয় বাসিন্দারা দাবি করেন, বিক্ষোভকারীরা প্রত্যেকেই স্থানীয় এবং এলাকায় বিজেপি কর্মী বলেই পরিচিত।