ভাঙড়ে আজ অভিষেকের নবজোয়ার যাত্রা। তার আগেই মুক্তাঞ্চল দক্ষিণ ২৪ পরগনার এই অঞ্চল। মনোনয়নে বোমাবাজির জন্য ভাঙড়ের বিধায়ক নৌশাদ সিদ্দিকির দিকেই আঙুল তুলেছেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। শওকতের অভিযোগ, অভিষেকে নবজোয়ার ভেস্তে দিতেই ভাঙড়ের বিস্তৃণ এলাকায় সন্ত্রাস করেছে আইএসএফ। শওকতের অভিযোগ উড়িয়ে নৌশাদের পাল্টা দাবি, পরিকল্পনা করেই এদিন তাদের মনোনয়নে বাধা দিয়েছে তৃণমূল। তাঁর গাড়ি লক্ষ করে বোমা মারা হয়েছে। পুলিশ তৃণমূল দুষ্কৃতীদের গ্রেফতার না করে, তাঁদের কর্মীদের গ্রেফতার করেছে।
পঞ্চায়েতের আগে থেকেই কাশীপুর থানা অঞ্চলের বেশ কিছু এলাকায় তৃণমূল ও আইএসএফ সমর্থকদের মধ্যে চোরাগোপ্তা চলছিল। কিন্তু মঙ্গলবার তা প্রকাশ্যে চলে এল। এদিন মিছিল করেই ভাঙড় দু নম্বর ব্লকের বিডিও অফিসে প্রার্থীদের মনোনয়ন জমা দিতে নিয়ে যাচ্ছিলেন বিধায়ক নৌশাদ সিদ্দিকি। তাঁর অভিযোগ, সেই মিছিল লক্ষ করেই প্রথমে হামলা চালায় তৃণমূল কংগ্রেস। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন ভাঙড়ে তৃণমূলের পর্যবেক্ষক শওকত মোল্লা।
সবমিলিয়ে মনোনয়ন জমা ঘিরে ভাঙড়ে পরিস্থিতি এখনও বেশ থমথমে। বেশির ভাগ এলাকায় রুট মার্চ শুরু করেছে পুলিশ। এই পরিস্থিতি নবজোয়ায় যাত্রা নিয়ে এদিন ভাঙড় আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।