মঙ্গলবার নবান্ন অভিযান। এই অভিযানের তিন উদ্যোক্তা তাঁদের কর্মসূচিকে 'অরাজনৈতিক' বলে দাবি করেছেন। কিন্তু শাসকদল তৃণমূল প্রথম থেকেই দাবি করে এসেছে, এর নেপথ্যে বিজেপি আছে। রবিবার রাজ্যের শাসকদলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে দাবি করা হয়, ধর্ষণকাণ্ডের বিরুদ্ধে নবান্ন অভিযানের উদ্যোক্তাই ধর্ষণে অভিযুক্ত। তবে অভিযুক্ত ছাত্র নেতা শুভঙ্কর হালদারের দাবি, তৃণমূল ভয় পেয়ে মিথ্যা অভিযোগ করছে।
আরজি কর-কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ। তাঁদের দাবি, কোনও সংগঠন নয়, তাঁরা সমাজের প্রতিনিধি। নবান্ন অভিযান নিয়ে সাংবাদিক বৈঠক করেন শুভঙ্কর হালদার, সায়ন লাহিড়ী ও প্রবীর দাস। রবিবার সমাজমাধ্যমে নানাবিধ অভিযোগ তুলে ধরেন তৃণাঙ্কুর ভট্টাচার্য। তৃণাঙ্কুরের পোস্টে দাবি করা হয়, এক সময় TMCP করলেও ধর্ষণ ও অপহরণের মামলায় জড়িয়ে যাওয়ায় তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। তাঁর বিরুদ্ধে কলেজে ভাঙচুর, আইসির গায়ে হাত তোলারও অভিযোগ আছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পর ABVP-তে যোগ দেন।
আনন্দবাজার অনলাইনকে শুভঙ্কর জানিয়েছেন, তিনি এক সময় ABVP করতেন। কিন্তু মতপার্থক্যের জন্য অনেকদিন আগেই দল ছেড়ে দিয়েছেন। তৃণমূল ভয় পেয়ে মিথ্যা অভিযোগ করছে।