Mamata Banerjee : সাগরদিঘিতে টাকার খেলার অভিযোগ, পরীক্ষা মিটলেই মুর্শিদাবাদ যাচ্ছেন মমতা

Updated : Mar 26, 2023 17:30
|
Editorji News Desk

মুর্শিদাবাদ যাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  রবিবার জেলা নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর একথা জানিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন, উচ্চমাধ্যমিক শেষ হলেই জেলায় যাবেন তিনি। তবে সেখানে গিয়ে প্রশাসনিক না রাজনৈতিক বৈঠক করবেন, তা কিন্তু স্পষ্ট করেননি। সাগরদিঘি উপনির্বাচনে হারের পর এই প্রথম মুর্শিদাবাদ জেলার নেতাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন তিনি। নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই জেলার নেতারাও অপেক্ষা করছিলেন কবে আসবেন নেত্রী। তাদের সেই অপেক্ষা শেষ হল বলেই দাবি রাজনৈতিক মহলের। 

সাগরদিঘি ভুলে এদিনের বৈঠক থেকে পঞ্চায়েতের প্রস্তুতির নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী। জেলার সংখ্যালঘুদের ভুল বোঝানো রুখতে হবে, এই বার্তাই জেলার নেতাদের দিয়েছেন মমতা। তাঁর অভিযোগ, সাগরদিঘিতে টাকার খেলা হয়েছে। পঞ্চায়েতে এই সব চলবে না। একজোট হয়ে কাজ করতে হবে। ১৯ মিনিটের ভাষণে মুর্শিদাবাদের নেতাদের তিনি বুঝিয়ে দিয়েছে, অভাব-অভিযোগ মাথা পেতে নিয়ে কাজ করতে হবে। 

এদিনের বৈঠকে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীকে নিয়েও অভিযোগ করেছেন তৃণমূল নেত্রী। মূলত জেলার নেতাদের অভিযোগের ভিত্তিতে তিনি জানিয়েছেন, মুর্শিদাবাদে অধীর চৌধুরী আরএসএসের কথায় কাজ করেছেন। মমতা অভিযোগ, অধীর বিজেপির এক নম্বর লোক। জেলা নেতৃত্বের আমন্ত্রণে আগামী মাসে মুর্শিদাবাদে রাজনৈতিক সভা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

MurshidabadMamata BanerjeeTMC

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট