নিজেদের বিবাদ নিজেরা মেটান। এই বার্তা দিয়েই আগামী লোকসভা ভোটের আগে উত্তর ২৪ পরগনার দিকে বিশেষ নজর দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেশন বণ্টন দুর্নীতিতে গ্রেফতার এই জেলার নেতা ও রাজ্যে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর অনুপস্থিতি জেলা দেখভালে জন্য বুধবার কোর কমিটি তৈরি করলেন তৃণমূল নেত্রী।
এই কমিটির নজরেই থাকবে জেলার ৩৩টি বিধানসভা কেন্দ্র। কমিটিতে রাখা হয়েছে, সুজিত বসু, তাপস রায়, পার্থ ভৌমিক, রথীন ঘোষ, বিশ্বজিৎ দাস, নারায়ণ গোস্বামী, হাজি নুরুল এবং বীণা মণ্ডলকে। মমতার নির্দেশে প্রতি ১৫ দিন অন্তর পর্যালোচনা বৈঠকে বসবে কমিটি। এবং রিপোর্ট করবে তৃণমূল নেত্রীকেই।
দীর্ঘ সময় ধরেই উত্তর ২৪ পরগনার দায়িত্বে জ্যোতিপ্রিয় মল্লিক। কিন্তু ২০১৯ লোকসভা নির্বাচনের ফলে জেলার তাঁর দায়িত্ব কমানো হয়েছিল। রাজনৈতিক মহলের মত ছিল, দায়িত্ব ঠিক ভাবে পালন করতে পারেননি জ্যোতিপ্রিয়। তাই খানিকটা হতাশ হয়েছিলেন তৃণমূল নেত্রী।