দিল্লিতে আন্দোলনকারী কুস্তিগীরদের পাশে আগেই দাঁড়িয়েছিলেন। এবার এই ঘটনায় অভিযুক্ত বলে দাবি ভারতীয় কুস্তি ফেডারেশনের কর্তা ব্রিজ ভূষণ সিং শরণের গ্রেফতারির দাবি জানালেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার হাজরা মোড়ে ক্রীড়াবিদদের এক মিছিলে যোগ দিয়ে এই দাবি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবারই তিনি ঘোষণা করেছিলেন আন্দোলনকারী কুস্তিগীরদের পাশে দাঁড়াতে কলকাতায় মিছিল করবেন বাংলার ক্রীড়াবিদরা। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের নেতৃত্বে রবীন্দ্র সরোবর থেকে হাজরা মোড় পর্যন্ত এদিন মিছিল করেন বাংলার ক্রীড়াবিদরা। ওই মিছিলেই যোগ দিয়েছিলেন তৃণমূল নেত্রী। তাঁর অভিযোগ, ভারতীয় তারকা ক্রীড়াবিদদের সঙ্গে অপমানজনক ব্যবহার করা হচ্ছে।
ব্রিজ ভূষণকে গ্রেফতারি নিয়ে মমতার এই দাবির আগেই দিল্লি পুলিশ জানিয়েছে, তাদের হাতে এমন কোনও প্রমাণ নেই, যাতে কুস্তি সংস্থার কর্তাকে গ্রেফতার করা সম্ভব।