তৃণমূলের অন্দরে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের এই তত্ত্ব এবার খারিজ করলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তিনি জানিয়েছেন, তৃণমূলের অন্দর সম্পর্কে রাজ্যবাসীর কাছে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। তৃণমূলের অন্দরে মমতা ও অভিষেক এই রসায়নই অটুট।
তিনি জানিয়েছেন, তৃণমূলের অন্দরে কোনও বিভাজন রেখা নেই। বরং মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একে অপরের পরিপূরণ। মমতা ছাড়া অভিষেক অসম্পূর্ণ। আবার অভিষেক ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় অসম্পূর্ণ। তাই তৃণমূল অটুট বলেই দাবি রাজ্য সম্পাদকের।
এই বছর পুজোর সময় থেকে তৃণমূলের অন্দরে আড়াআড়ি ভাগ হয়েছে বলে দাবি করেছিলেন বিরোধীরা। বিরোধীদের সেই দাবি শুক্রবার সরাসরি খারিজ করে দিয়েছেন কুণাল ঘোষ। তাঁর পাল্টা দাবি, বিরোধীদের হাতে কোনও ইস্যু নেই। তাই তারা পাগলের প্রলাব বকছেন। আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল বিপুল আসন নিয়ে জিতছে বলে আগাম দাবি কুণাল ঘোষের।