ইডি নয়, দিল্লি চলো। শুক্রবার ইডির তলবের পাল্টায় একথা জানিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, তৃণমূলের কর্মসূচিতেই তিনি দুই ও তিন তারিখ দিল্লিতে থাকবেন। এরআগে ইন্ডিয়া জোটের বৈঠকের সময়ও তাঁকে তলব করেছিল কেন্দ্রীয় এজেন্সি। সেই সময় জোটের বৈঠকে না গিয়ে ইডিকে সাহায্য করেছিলেন। কিন্তু এবার তা হচ্ছে না।
বৃহস্পতিবার টুইটারে অভিষেক লেখেন, "দিল্লিতে বাংলার বঞ্চনা নিয়ে কর্মসূচির দিন আগে থেকেই ঠিক করা ছিল। এবার সেই দিনই আমাকে তলব ফের তলব করেছে ইডি। ওরা ভয় পেয়েছে, বোঝা যাচ্ছে।"
শুধু অভিষেক নয়, অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায় ও বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে ইডি-র দফতরে।