কেন্দ্রের বিরুদ্ধে দিল্লির ধরনায় সামিল হতে পারেন প্রায় ১০ হাজার তৃণমূল সমর্থক। রাজ্যের শাসক দলের একাংশ থেকে এমনটাই দাবি করা হয়েছে। দিল্লি যাওয়ার আগে তাদের জন্য সব ব্যবস্থা করা হয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে।
অক্টোবর মাসের দুই ও তিন তারিখ দিল্লিতে কেন্দ্রের বিরুদ্ধে ধরনা দেখাতে চলেছে তৃণমূল কংগ্রেস। যার নেতৃত্ব দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
যদিও রাজনৈতিক মহলের দাবি, গত ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেক দাবি করেছিলেন দিল্লিতে কেন্দ্রের বিরুদ্ধে আওয়াজ তুলতে বাংলা থেকে তিনি ১০ লক্ষ মানুষকে জড়ো করবেন।
কিন্তু সেটা যে বাস্তবে সম্ভব নয়, তা শাসক দলের অন্দরের অনেক বর্ষীয়ান নেতাই জানেন। তাই দিল্লির দলে থাকা সাংসদ, বিধায়কদের নির্দেশ দেওয়া হয়েছে নির্দিষ্ট দিনে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হাজির হয়ে যাওয়ার জন্য।
এই ধরনায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন কীনা, তা এখনও নিশ্চিত নয়। কারণ, বিদেশ সফর থেকে ফেরার পর ফের চিকিৎসকদের পরামর্শ নিয়েছেন মমতা। তাঁকে আপাতত ১০ দিন বিশ্রামে থাকার কথা বলা হয়েছে।