মানুষকে ডেঙ্গি (Dengue) সচেতন করতে গিয়ে মেজাজ হারানোর অভিযোগ। অভিযোগ মেয়র পারিষদ তারক সিংয়ের (Tarak Singh) বিরুদ্ধে। শনিবার বেহালা (Behala) অঞ্চলে গিয়েছিলেন তিনি। কেন জল জমছে, সেই প্রশ্ন করেন তিনি। উত্তর দিতে না পারায়, স্থানীয় এক বাসিন্দাকে চড় মারার অভিযোগ মেয়র পারিষদের বিরুদ্ধে।
ভিডিও সামনে আসছে নিন্দার ঝড় বইছে। তাতেও অবশ্য নিজের যুক্তিতে অটুট মেয়র পারিষদ। তারক সিং জানিয়েছেন, চড় মেরেছেন। তাতে মশলা দেওয়ার কিছু নেই। এদিন বেহালা অঞ্চলে একটি নির্মীয়মাণ বাড়ির সামনে যান মেয়র পারিষদ। প্রশ্ন করেন, কেন জল জমে রয়েছে ? তাতে এক নিরাপত্তারক্ষীর উত্তর ছিল, বৃষ্টি হয়েছে। রোদ উঠলে শুকিয়ে যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, তাতেই মেজাজ হারান তারক সিং।
এদিকে, কলকাতায় ফের ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক মহিলার। শুক্রবার সকালে এম আর বাঙ্গুর হাসপাতালে মৃত্যু হয় তাঁর। নাম অনিমা সর্দার। ৪৫ বছর বয়সী ওই মহিলা বারুইপুরের বাসিন্দা ছিলেন।
জানা গিয়েছে, জ্বর নিয়ে প্রথমে তাঁকে বিদ্যাসাগর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু পরিস্থিতির অবনতি হওয়ায় সেখান থেকে বাঙ্গুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শুক্রবার সকালে মৃত্যু হয় তাঁর।