এই মাসের শেষেই ভারতের বাণিজ্য নগরী মুম্বইয়ে হতে চলেছে ইন্ডিয়ার তৃতীয় বৈঠক। এই বৈঠকের দিকে এখন থেকেই আগ্রহ রাজনৈতিক মহলের। কারণ, মুম্বই বৈঠক থেকেই ইন্ডিয়া জোটের পূর্ণ রূপরেখা প্রকাশ হতে পারে।
তবে শোনা যাচ্ছে এবারের মুম্বই সফরে একবার জলসায় ঘুরে আসতে পারেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছু সংবাদমাধ্যমের দাবি, এই মুম্বই সফরে তাঁদের বাড়ি আসতে বাংলার মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চন।
আরও পড়ুন : নবান্নে সর্বদলীয় বৈঠক, বিধানসভায় পাশ হতে পারে 'পশ্চিমবঙ্গ দিবস' প্রস্তাব
ইন্ডিয়া বৈঠকে যোগ দিতে ৩০ অগাস্ট কলকাতা ছাড়ছেন মমতা। তার পরের দিন বাংলার মুখ্যমন্ত্রী যোগ দেবেন এনসিপি সুপ্রিমো শরদ পওয়ারের দেওয়া চা চক্রে। মনে করা হচ্ছে, ওই দিনই তিনি যেতে পারেন জলসাতে। এর আগে মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে একাধিকবার কলকাতা চলচ্চিত্র উৎসবে এসেছেন অমিতাভ এবং জয়া।
২০২১ সালের বিধানসভা ভোটে কলকাতায় এসে তৃণমূলের জন্য প্রচার করেছিলেন সমাজবাদী পার্টির রাজ্যসভার সাংসদ জয়া বচ্চনও। ওয়াকিবহাল মহলের দাবি, এর বাইরে মমতা-জয়া বন্ধুত্ব বেশ অটুট। সেই বন্ধুত্বের জায়গা থেকেই এবার জলসায় আমন্ত্রণ। তৃণমূল নেত্রী সেই আমন্ত্রণে সাড়া দিয়ে জলসায় যাবেন কীনা, সেই দিকেই এখন আগ্রহ রাজনীতি থেকে বিনোদন দুনিয়ার।