লোকসভার সেমিফাইনালে জিতেছে বিজেপি। ভরাডুবি হয়েছে কংগ্রেসের। এই পরিস্থিতিতে সবার প্রতীক্ষা ছিল তাঁর প্রতিক্রিয়ার জন্য। অবশেষে সোমবার এই ব্যাপারে মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিধানসভা তিনি জানালেন, এই ভোটে মানুষের নয়, হয়েছে কংগ্রেসের পরাজয়। ইন্ডিয়া জোটের শরিকদের মধ্যে আসন ভাগ না হওয়ার জন্য এই ভরাডুবি বলে মনে করেন তৃণমূল নেত্রী। তবে লোকসভার ভোটে আসন ভাগ করেই লড়াই হবে, আর তাতে বিজেপি আটকে যাবে বলেই আত্মবিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায়।
রবিবার প্রকাশিত হয়েছে চার রাজ্যের ফল। তেলঙ্গনা ছাড়া হিন্দি বলয়ের বাকি তিন রাজ্যে ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে কংগ্রেস। তাতে এদিন তৃণমূল নেত্রী জানিয়েছেন, এই ভুল থেকে শিক্ষা নেওয়া দরকার। তাঁর মতে, নীতিগত জায়গা থেকে ভুল করেছে কংগ্রেস। কারণ, শরিকদের সঙ্গে আলোচনা না করেই প্রার্থী ঠিক করা হয়েছে। ফলে ৭০টির বেশি আসনে ভোট কাটাকাটির ফলে সুবিধা পেয়েছে বিজেপি।
লোকসভা ভোটের আগে পরিণত কৌশল প্রয়োজন রয়েছে বলে মনে করেন মমতা। তার জন্য মাঠে নেমে কাজ করতে হবে বলেও জানিয়েছেন তিনি। তাঁর আশা আগামী দিনে বিজেপিকে রুখতে ইন্ডিয়া জোট একসঙ্গে কাজ করবে।