সন্দেশখালির ঘটনায় এবার রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণের অভিযোগ। অভিযোগ বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই থানায় এফআইআর করেছে তৃণমূল কংগ্রেস। রবিবার নিজের এক্স হ্যান্ডেলের মুখ্যমন্ত্রী সম্পর্কে ভুল তথ্য দিয়েছেন বলে অমিতের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
এমনিতেই সন্দেশখালির ঘটনা নিয়ে চাপান-উতোর চলছে রাজ্য রাজনীতিতে। এর মধ্যেই রবিবার অমিত মালব্য অভিযোগ করেন, সন্দেশখালির ঘটনায় শাহজাহানকে আড়াল করেছেন মুখ্যমন্ত্রী। ওই পোস্টেই প্রশ্ন তোলা হয়েছে রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়েও। এমনকী এই ইস্যুতে বীরভূমের বগটুইয়ের ঘটনাকে টেনে আনেন বিজেপি নেতা।
মালব্যের এই পোস্টের পরেই রাজ্যের তরফে তাঁর বিরুদ্ধে এফআইআর করেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। পাল্টা অভিযোগে লেখা হয়েছে, মুখ্যমন্ত্রী সম্পর্কে ভুল তথ্য দেওয়া হয়েছে। যা মুখ্যমন্ত্রীর সম্মানকে আঘাত করেছে।