আজ কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি অন্যতম শীর্ষ নেতা অমিত শাহ। রাজনৈতিক মহলের দাবি, ধর্মতলার মঞ্চ থেকেই আগামী লোকসভা ভোটের সুর বেঁধে দিতে পারেন তিনি। বিজেপি কর্মী সমর্থকদের পাশাপাশি বার্তা দিতে পারেন বাংলার তৃণমূল সরকারকেও। অমিত শাহের কলকাতা আসার আগেই এদিন সকাল থেকে পাল্টা প্রচার শুরু করল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।
হ্যাসট্যাগ মোটা ভাই ভোট নাই, এই স্লোগানে নিজেদের সমাজ মাধ্যমের পাতা ভরিয়ে দিল তৃণমূল। এছাড়াও এই স্লোগান তুলে কলকাতার বেশ কিছু রাস্তায় পোস্টারও দেওয়া হয়েছে। তবে এখানে মোটার অর্থ স্থূলত নয়। তৃণমূলের দাবি, শাহ জন্ম সূত্রে গুজরাতি। আর গুজরাতিতে মোটার অর্থ বড় ভাই। তাই তাঁকে মোটা ভাই বলেই সম্বোধন করা হয়েছে। রাজনৈতিক মহলে দাবি, এই স্লোগানে চমক দিয়েছে তৃণমূল।
তৃণমূলের শীর্ষ নেতৃত্বের দাবি, ২০২১ সালের বিধানসভার পর মতো ফের বাংলায় ডেলি প্যাসেঞ্জারি শুরু করতে চলেছেন অমিত শাহ। সম্প্রতি কলকাতায় এসে সুকান্ত-শুভেন্দুকে ৩৫ আসনের টার্গেট বেঁধে দিয়ে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্যের শাসক দলের দাবি, এটা স্বপ্ন ছাড়া আর কিছুই নয়।