গত কয়েকদিন ধরেই শিরোনামে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় (Presidency University), প্রসঙ্গ সরস্বতী পুজো। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ বিতন্ডার পর এবার প্রকাশ্যে আসছে তৃণমূলেরই অন্দরে গোষ্ঠী কোন্দলের খবর। অর্থাৎ পুজো নিয়ে আড়াআড়ি বিভাজন হয়ে গিয়েছে তৃণমূলের মুখপাত্র সুপ্রিয় চন্দ বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যকেই প্রাধান্য দিচ্ছেন। তাঁর মতে, এই পুজোয় কোনও অভিনবত্ব নেই। কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের দাবি, অভিনব পুজো হবে প্রেসিডেন্সিতে৷
TMC Controversy : তৃণমূল বিধায়ক অসিতের পা টিপে দিচ্ছেন দলেরই এক নেত্রী ! ভাইরাল ছবি ঘিরে শুরু বিতর্ক
সুপ্রিয় চন্দের কথায়, 'এই পুজোয় কোনও অভিনবত্ব নেই৷ রাজা রামমোহন রায়, ডিরোজিওর মতো বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিশ্ববিদ্যালয়ের একটি স্বতন্ত্র ইতিহাস রয়েছে, সেই ইতিহাসকে সম্মান জানানো উচিৎ। ' অন্যদিকে তৃণমূল ছাত্র পরিষদের কো অর্ডিনেটর প্রান্তিক চক্রবর্তীর কথায়, 'আমাদের অভিনবত্বের পুজোয় মেতে ওঠা উচিৎ। '