বৃহস্পতিবার বাইপাস চিংড়িহাটা মোড়ে দুর্ঘটনায় জখম হন বেশ কয়েকজন পথচারী। এসএসকেএম-এ ভর্তি ছিলে কয়েকজন। বিকেলে ট্রমা সেন্টারের উদ্বোধনে এসে তাঁদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এসএসকেএমের (SSKM) অনুষ্ঠানে যোগ দিয়ে সাফ জানিয়ে দিলেন, আগে রোগীর চিকিৎসা, পরে প্রসেস।
এদিন মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়ে বলেন, "আমাদের সিস্টেমে যদি কোনও ভুল থাকে, তা সংশোধন করতে হবে। আগে রোগীর চিকিৎসা। পরে প্রসেস।" মুখ্যমন্ত্রী বলেন, "শুনলাম অ্যাডমিশনের প্রসেস নাকি সময় লাগে। কিন্তু এটা তো হওয়া উচিত নয়। এখন যদি একজন প্রেগন্যান্ট মহিলা আসেন, তাঁকে যদি প্রসেসের জন্য ৬ ঘণ্টা ফেলে রাখা হয়, তা হলে তো জীবনটাই সঙ্কটে পড়ে যাবে।"
আরও পড়ুন: থানার সামনে জিতু ও নবনীতাকে হেনস্থার অভিযোগ, অসহযোগিতার অভিযোগ পুলিশের বিরুদ্ধে
বৃহস্পতিবার আরও একবার সরকারি হাসপাতালের রেফার নিয়ে ক্ষোভ জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, SSKM উৎকর্ষ হাসপাতাল। সেখানে যদি এরকম হয়, তা ঠিক নয়।