ইদের কারণে বাতিল কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস এবং কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেস। ইতিমধ্যেই এই খবর জানানো হয়েছে ভারতীয় রেলের তরফে। মোট ১৮টি ট্রেন বাতিল থাকবে। রইল তালিকা।
আগামী ৭, ৯, ১২, ১৪ এবং ১৬ এপ্রিল বাতিল থাকবে ১৩১০৭ ঢাকা ক্যান্টনমেন্ট-কলকাতা মৈত্রী এক্সপ্রেস। এই ট্রেনটি কলকাতা থেকে ছাড়ার কথা ছিল। একইসঙ্গে ১০,১৩ এবং ১৭ এপ্রিল ঢাকা থেকে কলকাতা আসার কথা ছিল ১৩১১০ ঢাকা ক্যান্টনমেন্ট-কলকাতা মৈত্রী এক্সপ্রেসের। সেটিও বাতিল করা হয়েছে।
আরও পড়ুন - গরমের ছুটির আগেই শিয়ালদহ থেকে দূরপাল্লার স্পেশাল ট্রেন! কোন কোন স্টেশনে থামবে?
৮, ১০, ১৩, ১৫ এবং ১৭ এপ্রিল কলকাতা থেকে কলকাতা-ঢাকা ক্যান্টনমেন্ট মৈত্রী এক্সপ্রেস ছাড়বে না। ৯, ১২, ১৬ এপ্রিল ঢাকা থেকেও কলকাতা-ঢাকা ক্যান্টনমেন্ট মৈত্রী এক্সপ্রেস চলবে না। আর আগামী ১১ এপ্রিল চলবে না কলকাতা-খুলনা বন্ধন আপ অ্যান্ড ডাউন এক্সপ্রেস।