ফের যাত্রী ভোগান্তির আশঙ্কা। আগামী শনি ও রবিবার বাতিল শিয়ালদহ শাখায় বহু ট্রেন বাতিল করা হবে বলে আগেই বিজ্ঞপ্তি জারি করল পূর্ব রেল। সোমবার রেলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই দু দিন দমদম স্টেশনে নন-ইন্টারলকিংয়ের কাজ চলবে। এই সময়ের মধ্যে ট্রেন পরিষেবা আংশিক ব্যাহত হবে।
সম্প্রতি ঘোষণা করে দমদমে সংস্কারের কাজ বাতিল করেছিল রেল। কিন্তু সোমবার জানানো হয়েছে, ওই দু দিন মিলিয়ে মোট ৫২ ঘণ্টার কাজ চলবে। আর এই সময়ের জন্য বাতিল করা হবে ১৪৩টি ট্রেন।
এই শাখায় মোট ট্রেন চলে ৮৯২টি। রেলের ঘোষণা মতো, প্রায় ৩৭ শতাংশ ট্রেন ওই দু দিন বাতিল করা হবে। লোকাল ট্রেন ছাড়াও তিনটি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। সেগুলি হল, শিয়ালদহ-জঙ্গিপুর এক্সপ্রেস, আসানসোল ইন্টারসিটি এবং শিয়ালদহ-সিউড়ি এক্সপ্রেস।