পুলিশের আবাসন থেকে এক ট্রাফিক সার্জেন্টের ঝুলন্ত দেহ উদ্ধার। ঘটনাটি কাশীপুরের সেকেন্ড ব্যাটেলিয়ন আবাসনের। ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। পুলিশের প্রাথমিক অনুমান, আত্মহত্যা করেছেন ওই ব্যক্তি।
পুলিশ সূত্রে খবর, ওই মৃত সার্জেন্টের নাম সৌরভ দত্ত। ইস্ট ট্রাফিক গার্ডে কর্মরত ছিলেন। শুক্রবার সকালে কাশীপুরের পুলিশ আবাসন থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কী কারণে এই রহস্যমৃত্যু, তা খতিয়ে দেখা হচ্ছে।