মাত্র আর কয়েক ঘণ্টা। তারপরেই শুরু হবে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ। বিশেষজ্ঞদের দাবি, কলকাতার আকাশে এই খণ্ডগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে প্রায় ১২ মিনিট। এদিন দুপুর আড়েটে থেকে শুরু হবে গ্রহণ। চলবে পরবর্তী চার ঘণ্টা। সূর্যাস্তের পরেও প্রায় দু ঘণ্টা এই খণ্ডগ্রাস গ্রহণ দেখা যাবে। বিশেষজ্ঞদের মতে, কলকাতায় এই গ্রহণের সময় শুরু বিকেল চারটে বেজে ৫২ মিনিটে। শেষ হবে পাঁচটা বেজে চার মিনিটে। তবে কলকাতার তুলনায় এই গ্রহণ অনেকক্ষণ দেখা যাবে দিল্লি ও মুম্বই থেকে।
১৯৯৫ সালে এমনই এক কালীপুজোর সময় সূর্যমুখী হয়েছিল গোটা বাংলা। সেবার ডায়মণ্ড রিং দেখা গিয়েছিল। এবার খণ্ডগ্রাস সূর্যগ্রহণ স্পষ্ট দেখা যাবে দেশের উত্তর-পূর্বের প্রতিটি রাজ্য থেকে। এছাড়াও যে পর্যটকরা আন্দামানে গিয়েছেন, তাঁরা এই গ্রহণ উপভোগ করতে পারবেন।
ভারত ছাড়া মঙ্গলবার সূর্যগ্রহণ দেখা যাবে ইউরোপ, মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা, এশিয়ার পশ্চিম অংশে, অতলান্তিক মহাসাগরের উত্তর ভাগ এবং ভারত মহাসাগরের উত্তর ভাগে। পরবর্তী আংশিক সূর্যগ্রহণ হবে ২০২৭ সালের ২ অগস্ট।