কলকাতায় কেকে-র অনুষ্ঠান করতে কত টাকা খরচ হয়েছিল! প্রশ্ন তুলেছিলেন প্রবীণ সাংসদ সৌগত রায় (Sougata Roy)। সোমবার অনুষ্ঠান বাবদ কত খরচ হয়েছে, তার হিসেব পাঠিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ (TMCP)। এমনটাই জানিয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য (Trinankur Bhattacharya)। যদিও বিষয়টি নিয়ে আর মুখ খোলেননি সৌগত রায়।
বরানগরের একটি সভায় কেকে-র অনুষ্ঠানে কত টাকা খরচ হয়েছে তা জানতে চেয়েছিলেন সৌগত রায়। তিনি বলেন, '৩০ লক্ষ না ৫০ লক্ষ, কত যেন লেগেছে শুনলাম।" এরই জবাবে তৃণাঙ্কুর জানান, বিদ্যাসাগর কলেজ ও স্যার গুরুদাস মহাবিদ্যালয়ের ফেস্ট মিলিয়ে মোট খরচ হয় ২০ লক্ষ ৫০ হাজার টাকার মতো। তৃণাঙ্কুর জানান, "ওনার বুঝতে কোথাও ভুল হয়েছে। সবটা মেল করে পাঠানো হয়েছে। উনি প্রবীণ নেতা। বোঝার পর সন্তুষ্ট হয়েছেন।"
আরও পড়ুন: রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহাকে শুভেচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়ের
গত ৩১ মে নজরুল মঞ্চে অনুষ্ঠান করতে আসেন বলিউডের সঙ্গীত শিল্পী কেকে। হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতাতেই মৃত্যু হয় তাঁর। তার পর থেকে বিতর্ক শুরু হয়। খরচ নিয়েও প্রশ্ন ওঠে। গত শনিবার বরানগরের একটি টিএমসিপির অনুষ্ঠানে সৌগত রায় বলেন, "এই যে কেকে গান গাইতে এসে মারা গেলেন। এত টাকা কোথা থেকে এল। টাকা তো হাওয়া থেকে আসে না!" তৃণাঙ্কুরের দাবি, তিনি সবটাই খুলে বলেছেন তৃণমূল সাংসদকে। গত তিন বছর ধরে কলেজের অনুষ্ঠান হয়নি। সেই বাবদ ছাত্রছাত্রীদের টাকা থেকেই এই অনুষ্ঠান হয়েছে বলে দাবি তৃণাঙ্কুরের।