বিবাহিত পরিচয় গোপন করে তৃণমূলের মহিলা কর্মীর (TMC) সঙ্গে সম্পর্ক। একাধিকবার ধর্ষণের অভিযোগ তুলে পুলিশের দ্বারস্ত ওই তৃণমূল কর্মী। জানা গিয়েছে, অভিযুক্ত একজন তৃণমূল নেতা ও প্রাক্তন ফুটবলার। শুক্রবার রাতে আইনজীবীকে নিয়ে রাজারহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
অভিযোগ, ২০২১ সালে একটি অনুষ্ঠানে গিয়ে মহিলা তৃণমূল কর্মীর সঙ্গে পরিচয় হয় তৃণমূল নেতার। এরপর থেকেই সম্পর্কে ঘনিষ্ঠতা বাড়ে। অভিযোগকারিনীর দাবি, একটি ফ্ল্যাটে নিয়ে গিয়ে নেশার দ্রব্য খাইয়ে তাঁকে ধর্ষণ করা হয়। এমন ঘটনা তাঁর সঙ্গে বেশ কয়েকবার ঘটেছে বলেই দাবি মহিলার। অভিযুক্ত, এলাকার বিধায়কের ঘনিষ্ঠ বলেও পরিচিত।
আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রামপুরহাটের কুমার শানু
মহিলা তৃণমূল কর্মীর দাবি, তিনি জানতে না, ওই নেতার বৈবাহিক সম্পর্ক আছে। পরে জানতে পারেন। সব তথ্য প্রমাণ থানায় জমা দিয়েছেন বলেও জানান ওই মহিলা।