Khuti Puja 2022 : খুঁটিপুজো দিয়ে ২১ জুলাইয়ের প্রস্তুতি শুরু তৃণমূলের, রেকর্ড ভিড়ের আশা নেতৃত্বের

Updated : Jul 20, 2022 15:14
|
Editorji News Desk

Khuti Puja 2022: দু'বছর পর আবার ধর্মতলায় ফিরছে তৃণমূলের শহিদ দিবস। গত কয়েকদিন ধরেই ডোরিনা ক্রসিংয়ের সামনে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। বুধবার রীতিমতো খুঁটি পুজো করে এবারের একুশে জুলাইয়ের চূড়ান্ত প্রস্তুতি শুরু করল রাজ্যের শাসক দল। এদিন ভিক্টোরিয়া হাউসের কাছে খুঁটি পুজো করলেন তৃণমূলের বর্যীয়ান নেতারা।

নারকেল ফাটিয়ে খুঁটি তৈরির কাজে সূচনা করেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও বিধানসভায় তৃণমূলের উপ-মুখ্য় সচেতক তাপস রায়। এছাড়া ছিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী, প্রাক্তন বিধায়ক সঞ্জয় বক্সী, রাজ্যসভার সাংসদ শান্তনু সেন, যুবনেতা সৌম্য বক্সী ও উত্তর কলকাতা তৃণমূলের মহিলা নেত্রী শ্রেয়া পান্ডে। 

আরও পড়ুন- Ashoka symbol Controversy :'সিংঘমটার মুখে লালা থাকলে বেশ লাগত”, অশোকস্তম্ভ নিয়ে বিতর্কে খোঁচা ঋত্বিকের

পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘আজ খুঁটি পুজোর মধ্যে দিয়ে মঞ্চ তৈরির কাজ শুরু হল। দু’বছর ভার্চুয়ালি দিকনির্দেশ শুনেছি। এ বার সুযোগ এসেছে মমতার দিকনির্দেশ মঞ্চ থেকেই শোনার। তাই সব জেলা থেকেই কর্মীরা আসবেন। তাঁদের মধ্যে উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে। আমরা প্রস্তুতি শুরু করলাম। ওইদিন রেকর্ড সংখ্যক কর্মী সমাবেশ হবে।’’

প্রতিবছরই ২১ জুলাই ধর্মতলায় শহিদ স্মরণের আয়োজন করা হয় তৃণমূলের তরফে। কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিভিন্ন প্রান্তের কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে জড়ো হন। কিন্তু বিগত ২ বছর করোনা পরিস্থিতির জেরে কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে ভার্চুয়ালি বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে চলতি বছর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকায় ফের ধর্মতলায় পালিত হবে ২১ জুলাই।

TMCkolkataKhuti Puja 2022Mamata Banerjee

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট