Dev and Kunal Ghosh: উদ্বোধকের নাম বদল! দেবের বিরুদ্ধে বিস্ফোরক কুণাল ঘোষ, খোলা চিঠি দেবেরও

Updated : Sep 07, 2024 19:38
|
Editorji News Desk

ঘাটাল মহকুমা হাসপাতালকে কেন্দ্র করে তর্কে জড়ালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ও তৃণমূল সাংসদ দেব। সোশ্যাল মিডিয়ায় পরষ্পরকে আক্রমণ করলেন। ঘাটাল মহকুমা হাসপাতালে একটি ডায়ালিসিস যন্ত্রের উদ্বোধনের ফলক নিয়েই গণ্ডগোলের সূত্রপাত। কুণাল ঘোষের দাবি, ওই যন্ত্রের উদ্বোধন করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধক হিসেবে সেই নাম বদলে দেবের নাম বসানো হয়েছে। যদিও কুণাল ঘোষকে তথ্য যাচাই করে মন্তব্য করার পরামর্শ দেন তৃণমূল সাংসদ। 

গত বুধবার ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে নতুন ডায়ালিসিস যন্ত্রের উদ্বোধন করতে যান দেব। সেই নিয়েই ফেসবুকে দেবকে খোঁচা দেন কুণাল ঘোষ। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে দাবি করেন, গত ১২ মার্চ, ভার্চুয়াল মাধ্যমে ঘাটালের ওই হাসপাতালে ডায়লিসিস ইউনিটের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী। ৪ সেপ্টেম্বর ওই একই ইউনিটের উদ্বোধন করেন সাংসদ দেব। দুটি ছবি পোস্ট করে কুণালের কটাক্ষ, "সুপারস্টার একেই বলে। এলাকার মানুষ তো অবাক!! অভিনন্দন দেব।" 

এরপরই মাঠে নামেন দেবও। সোশ্যাল মিডিয়ায় খোলা চিঠি দেন কুণাল ঘোষকে। তিনি লেখেন, "আমি দিদিকে অনুরোধ করেছিলাম, ঘাটাল হাসপাতালে ডায়লিসিস ও সিটি স্ক্যান যন্ত্রের জন্য। সেটা দিদি মার্চ মাসে ভার্চুয়ালি ঘোষণা করেন।" দেবের দাবি, গত সপ্তাহে হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধে তিনি ফের ওই ইউনিটে গিয়ে যন্ত্রগুলির উদ্বোধন করেন। তাঁর দাবি, এর ফলে কোনও মুখ্যমন্ত্রী, সাংসদ বা সুপারস্টার বা মুখপাত্র নন, সাধারণ মানুষ উপকৃত হবেন। কুণালকে খোঁচা দিয়ে দেব লেখেন, "ধন্যবাদ তোমাকে, তোমার মাধ্যমে এই পরিষেবার কথা আরও অনেকের কাছে পৌঁছে গেল।" অভিনেতা সাংসদের দাবি, এখন যে পরিস্থিতিতে আছে মানুষ, তাতে তথ্য যাচাই না করে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য না করাই ভাল। 

পরিস্থিতি নিয়ে বলতেই দেবকে পাল্টা খোঁচা দেন কুণাল ঘোষও। 'কুৎসাকারী'-দের সঙ্গে আদিখ্যেতা করার অভিযোগ তোলেন কুণাল ঘোষ। তিনি লেখেন, "চলতি পরিস্থিতির কথা যদি বলো, আমরা সৈনিকরা বিষপান করেও লড়ছি। অপ্রিয় হচ্ছি। যারা দল, সরকারকে গালমন্দ করছে, পেশা ও সৌজন্যের নামে তাঁদের সঙ্গে আদিখ্যেতা করি না।" 

TMC

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট