রামনবমীর মিছিলে রিভলভার নিয়ে যোগ দেওযার অভিযোগ। বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ তৃণমূলের। দুটি ভিডিয়ো প্রকাশ্যে এনেছে তৃণমূল কংগ্রেস। ভিডিয়ো টুইট করেছেন দলের ২ সাংসদ ডেরেক ও ব্রায়েন ও মহুয়া মৈত্র। ভিডিয়ো পোস্ট করেছেন রাজ্যের মুখপাত্র কুণাল ঘোষ ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি অবশ্য অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, এটা তৃণমূলের 'সাজানো'।
রামনবমীর মিছিলে অস্ত্র ব্যবহার নিয়ে আগেই আপত্তি করেছিল প্রশাসন। তৃণমূলের থেকেও বিরোধিতা করা হয়েছিল। বৃহস্পতিবার বিচ্ছিন্ন কিছু ঘটনা নিয়েও রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়। এরই মধ্যে এই ভিডিয়ো প্রকাশ তৃণমূলের।একটি ভিডিয়োতে দেখা যায় হলুদ পাঞ্জাবি পরে এক যুবক ডান হাতে রিভলভার আকাশের দিকে নিয়ে নাচছেন। অন্য একটি ভিডিয়োতে দেখা যায়, সবুজ টি শার্ট ও জিনস পরে এক যুবককে দেখা যায়। মাথায় গেরুয়া ফেট্টি। রিভলভার নিয়ে লরিতে বসে আছেন। তৃণমূলের দাবি, এই ভিডিয়ো বাংলার। ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা।
রামনবমীর মিছিলে অস্ত্র দেখা গেলেও রিভলভার আগে দেখা যায়নি। এই নিয়েই বিজেপিকে আক্রমণ তৃণমূলের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, মিছিল থেকে দুই সম্প্রদায়ের মানুষকের বিরুদ্ধে উস্কানি দেওয়া হয়েছে। গোলমাল তৈরি করতে অস্ত্র সরবরাহ করা হয়েছে। সাম্প্রদায়িক উত্তেজনার সাহায্যে রাজনৈতিক ফায়দা নেওয়ার অভিযোগও তুলেছেন অভিষেক। রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যের অভিযোগ, "রামনবমী উপলক্ষে রাজ্যের অনেক জায়গায় মিছিল বেরিয়েছে। স্বতস্ফূর্তভাবে মানুষ যোগ দিয়েছেন। রিভলভার হাতে কাউকে ঢুকিয়ে তৃণমূল ছবি তুলেছে। এভাবে বিজেপির বদনাম করা যাবে না। "