ছাত্রনেতা আনিস খান হত্যাকাণ্ডের (Anish Khan Murder Case) প্রতিবাদে পথে নামল শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC)। আমতার গুজারপুর থেকে আমতা থানা পর্যন্ত মিছিল করে তৃণমূল। সোমবার দুপুরে কলকাতাতেও আনিস খান হত্যাকাণ্ড নিয়ে মিছিল করে তৃণমূল ছাত্র পরিষদ (TMCP)। আনিস খান হত্যাকাণ্ড নিয়ে বিরোধীদের জবাব দিতেই তৃণমূলের এই মিছিল।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ক্ষমতায় আসার পর প্রথমবার কোনও ইস্যু নিয়ে পথে নামল তৃণমূল কংগ্রেস। আনিস খান নিয়ে বিরোধীরা বারবার শাসকদলকে আক্রমণ করেছে। তাদের জবাব দিতেই এই মিছিল বলে জানা গেছে দলীয় সূত্রে।
আরও পড়ুন: পুনর্নির্বাচনের আবেদন রাজ্যপালের, ২টি বুথে নির্বাচনের ঘোষণা কমিশনের
আনিস খানের হত্যার ঘটনায় বিশেষ তদন্তকারী দল ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আনিস খান কাণ্ডে বিরোধীদের আক্রমণ আরও জোরদার হয়েছে।