Sukhendu Sekhar Ray: বাস্তিল দুর্গের পতন, সুখেন্দুশেখর রায়ের পোস্টে ফের অস্বস্তি বাড়ল তৃণমূলের

Updated : Sep 01, 2024 17:58
|
Editorji News Desk

আরজি কর কাণ্ড নিয়ে কয়েকদিন চুপ ছিলেন। ফের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তৃণমূলের 'অস্বস্তি' বাড়ালেন দলীয় সাংসদ সুখেন্দুশেখর রায়। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়ে স্মরণ করালেন বাস্তিল দুর্গের পতনের কথা। পোস্টে লিখলেন, ১৭৮৯ সালের জুলাই মাসে বিক্ষোভকারীরা বাস্তিল দুর্গ ধুলোয় মিশিয়ে দিয়েছিলেন। জন্ম হয়েছিল ফরাসি বিপ্লবের। 

ঘটনাচক্রে রবিবার কলকাতায় আরজি কর কাণ্ড নিয়ে প্রতিবাদ মিছিল করেন খ্যাতনামা বহু মানুষ। সেই মিছিল শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে সুখেন্দুশেখর রায়ের এই পোস্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। 

এর আগেও আরজি কর কাণ্ড নিয়ে রাজ্য সরকারের দিকে আঙুল তুলেছিলেন সুখেন্দু। ১৪ অগাস্ট রাতদখলের কর্মসূচিকে সমর্থন করেছিলেন। রাজ্যসভার সাংসদ জানান, তিনি মেয়ের বাবা, নাতনির দাদু। তাই তিনি মনে করেন, এই সময়ে প্রতিবাদে সামিল হওয়া জরুরি। ১৪ অগাস্ট দক্ষিণ কলকাতার যোধপুর পার্কে নেতাজি মূর্তির সামনে ধর্নায় বসেন সুখেন্দু শেখর রায়। শুধু তাই নয়, পুলিশ কমিশনার বিনীত গোয়েল ও আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে হেফাজতে নিয়ে জেরার দাবিও করেন তিনি সিবিআইয়ের কাছে। ওই পোস্টে কলকাতা পুলিশের ডগ স্কোয়াড নিয়েও মন্তব্য করেন। দেরি করে কেন ডগ স্কোয়াড, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

এরপরই আরজি কর কাণ্ডে ভুল তথ্য ও তার তদন্ত সংক্রান্ত ভুল তথ্য ছড়ানোর অভিযোগে সুখেন্দু শেখর রায়কে ডেকে পাঠায় লালবাজার। তিনি হাজিরা দেননি। পরে হাই কোর্টে সুখেন্দু শেখর রায় স্বীকার করেন, আরজি কর কাণ্ডে এক্স হ্যান্ডেলে তাঁর পোস্টে ভুল তথ্য ছিল। সেই পোস্ট মুছে ফেলেন তিনি। 

TMC MP

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট