বিজ্ঞানের অগ্রগতি হয়েছে। বোমায় হয়নি। রবিবার পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে বোমা উদ্ধার নিয়ে এমনই মন্তব্য তৃণমূল সাংসদ সৌগত রায়ের। প্রবীণ সাংসদের এই মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সৌগতকে আক্রমণ করেছে বিরোধী শিবিরও।
এদিন সৌগত রায় বলেন, "এটা এমন কোনও ব্যাপার নয়। পশ্চিমবঙ্গে কি আগে বোমা পড়ত না? সিপিএম বা কংগ্রেসের আমলে কি বোমা পাওয়া যেত না! বিজ্ঞানের অগ্রগতি হয়েছে। ছয়ের দশকে যে বোমা দেখেছি, সেই একই বোমা থেকে গেছে।" সাংসদের দাবি, আধুনিক বোমা এখানে তৈরি হয়নি। বরাবরই এই ছিল। সৌগত রায় জানান, এই বোমা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। সৌগত রায়ের এই মন্তব্যে তীব্র কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কটাক্ষ করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তীও।
সুকান্ত মজুমদার বলেন, "উনি যদি বোমা বিশেষজ্ঞ হন, তাহলে NIA-এ ওনাকে চাকরি দেওয়া উচিত। অবসর তাড়াতাড়ি হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় তো আর টিকিট দেবেন বলে মনে হচ্ছে না।"
সৌগত রায়কে কটাক্ষ করেন সিপিএম নেতা সুজন চক্রবর্তীও। তিনি বলেন, "সৌগত রায় দেখা যাচ্ছে, বোমা বানানোয় এক্সপার্ট। বোমার ফরমুলা কী হবে, আগে কী হত,ভবিষ্যতে কী হবে, সব জানেন। উনি হাতে হাতে টাকা নেওয়ার জন্য এক্সপার্ট সবাই জানত। কিন্তু তিনি যে বোমা তৈরির বিষয়ে এক্সপার্ট, সেটা সবাই হয়তো জানত না।"