আইনজীবী ও সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে কলকাতা হাইকোর্টে বিক্ষোভ তৃণমূলের লিগাল সেলের আইনজীবীদের। তাঁর বিরুদ্ধে সিন্ডিকেট রাজ, আদালত চত্বরে দাদাগিরি সহ একাধিক বিস্ফোরক অভিযোগ আনা হয়। মঙ্গলবার হাইকোর্টের গেটের বাইরে বিক্ষোভ কর্মসূচি পালন করলেন আইনজীবীরা।
এদিন লিগাল সেলের (Legal Cell) পক্ষ থেকে বলা হয়, "কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে তৃণমূলের যতটা ক্ষতি হচ্ছে, তার থেকে বেশি ক্ষতি হচ্ছে আইনি কাজের সঙ্গে যারা যুক্ত। তাদেরও বদনাম হচ্ছে। আমরা নিজেদের বুদ্ধিজীবী মনে করি। আমরা নিজেদের সমাজের এলিট ক্লাস বলে মনে করি। আজ আমাদেরই মধ্যে কেউ এমন ব্যবহার করলে, সাধারণের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া দেখা যাবে। আমরা চাই, সমাজে অ্যাডভোকেটরা যেভাবে সম্মান পান, সেই জায়গাটা যাতে বজায় থাকে।"
সম্প্রতি তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) মন্তব্য নিয়ে কটাক্ষ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন অভিষেকের শুভাকাঙ্খী তৃণমূল নেতারা। কুনাল ঘোষ, অপরূপা পোদ্দারের মতো নেতৃত্বরা আক্রমণ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। শেষে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে দলীয় কর্মীদের কড়া হওয়ার হুঁশিয়ারি দেন। এদিন আদালতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ইস্যু নিয়ে ফের সরব হন তৃণমূলের লিগাল সেলের আইনজীবীরা।