তৃণমূল কাউন্সিলরের ছেলের রহস্যমৃত্যু। কলকাতা পুরসভার ১৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জিত শীলের ছেলে পিন্টু শীলের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। গার্ডেনরিচে নিজের অফিস থেকেই তাঁর দেহ পাওয়া গিয়েছে। শনিবার রাত ১২টা নাগাদ ঘটনাটি ঘটে। পুলিশের প্রাথমিক অনুমান, আত্মহত্যা করেছেন ওই ব্যক্তি। তবে কী কারণে আত্মহত্যা, তা নিয়ে তদন্ত করছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর,মৃত ব্যক্তি পিন্টু শীল নির্মাণ ও প্রোমোটিং সংক্রান্ত কাজকর্ম করতেন। গার্ডেনরিচে কাজকর্ম দেখার জন্য অফিস আছে তাঁর। জানা গিয়েছে, তাঁর অফিসে কয়েকজন তাঁকে ডাকতে এসেছিলেন। তখনই তাঁরা পিন্টুর ঝুলন্ত দেহ দেখতে পায়। দেহ উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: পুজোর বাজারে কলকাতায় শপিং বাস পরিষেবা, চলবে মহালয়া পর্যন্ত, জেনে নিন রুট
ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। খবর পেয়ে হাসপাতালে আসেন পিন্টুর স্ত্রী ও দুই সন্তান। জানা গিয়েছে স্ত্রীর সঙ্গে কিছু কথা কাটাকাটি হয়েছিল পিন্টুর। অন্য কোনও টেনশন ছিল না, তা এখনও স্পষ্ট নয়।