প্রতিদিন কালীঘাট মন্দিরে আসেন হাজার হাজার মানুষ। কিন্তু সেখানেই নেই ২৪ ঘন্টার পানীয় জল পরিষেবা। এবার এই বিষয়ে মেয়র ফিরহাদ হাকিমের দৃষ্টি আকর্ষণ করলেন স্থানীয় কাউন্সিলর প্রবীর মুখোপাধ্যায়। তাঁর কথায়, কালীঘাটের মতো জনবহুল এলাকায় দীর্ঘদিন ধরেই পানীয় জলের সমস্যা রয়েছে। কিন্তু প্রতিদিন সেখানে হাজার হাজার দর্শনার্থী আসছেন। এই সমস্যার সমাধানে দ্রুত উদ্যোগী হতে কলকাতা কর্পোরেশনকে আর্জি জানিয়েছেন ৮৩ নং ওয়ার্ডের কাউন্সিলর।
জানা গিয়েছে, কালীঘাট মন্দির সংলগ্ন কলকাতা পুরসভার তরফে বেশকিছু জলের কল লাগানো হয়েছে। কিন্তু সেগুলিতে গোটা দিনে নির্দিষ্ট নিয়ম মেনে জল আসে। পাশাপাশি, নলকূপের ব্যবস্থা থাকলেও প্রবল গরমে জলস্তর নেমে গিয়ে তাও বর্তমানে অচল। তাই কালীঘাট মন্দিরে এসে জলের সমস্যায় ভুগছেন দর্শনার্থীরা। যদিও বিষয়টি ভেবে দেখার আশ্বাস দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম।
আরও পড়ুন- IPL 2023 GT vs KKR: হঠাৎ বৃষ্টিতে থমকে খেলা, সময় কমলে শনিবার কোন পদ্ধতিতে হবে কেকেআর-গুজরাট ম্যাচ?