Lawyers clash in calcutta high court: হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ বয়কট করা নিয়ে আইনজীবীদের হাতাহাতি, জখম ২

Updated : Apr 12, 2022 21:27
|
Editorji News Desk

বেনজির ঘটনার সাক্ষী থাকল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মঙ্গলবার হাইকোর্ট চত্বরে ধুন্ধুমার বাঁধে। জানা গিয়েছে, একজন আইনজীবী (Advocate) অন্য পক্ষের সদস্যদের কামড়ে দেয়। এদিনের অশান্তির জেরে জখম হয়েছেন দু'জন আইনজীবী। হাইকোর্টের মেডিক্যাল ইউনিটের পক্ষ থেকে তাঁদের এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছে।

এই পরিস্থিতিতে পুলিশের সাহায্য চান একদল আইনজীবী। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব (Prakash Srivastav) এজলাসে ডেকে আনেন রেজিস্ট্রার জেনারেলকে। পরে প্রধান বিচারপতি বলেন,"হাইকোর্টের মধ্যে এমন ঘটনা মেনে নেওয়া হবে না। প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।" বার অ্যাসোসিয়েশনের (Bar Association) আইনজীবী কল্লোল বসু বলেন, "বারের বৈঠক নিয়ে আদালতের কিছু করার নেই। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আদালত হস্তক্ষেপ করতেই পারে।" কিছুক্ষণ পর প্রধান বিচারপতি এজলাস ছেড়ে উঠে যান।

আরও পড়ুন: ডিভিশন বেঞ্চের অন্তর্বর্তী স্থগিতাদেশে স্বস্তি, সিবিআই দফতরে যাচ্ছেন না পার্থ

সম্প্রতি, বিভিন্ন মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ রাজ্যের বিরুদ্ধে গিয়েছে। এর মধ্যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে চিঠিও লিখেছেন তৃণমূলপন্থী আইনজীবীরা। সূত্রের খবর, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে প্রস্তাব এনে তাঁর এজলাস বয়কটের সিদ্ধান্ত গ্রহণ নিয়ে বার অ্যাসোসিয়েশনের বৈঠক হয় এদিন। এই বৈঠক ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বৈঠক ছেড়ে বেরিয়ে যান বারের সভাপতি অরুণাভ ঘোষ। জানান, "অ্যাসোসিয়েশনের সাধারণ সভা বাতিল করা হল। উপযুক্ত পরিবেশ না থাকায় বৈঠক বাতিল করা হয়। তাই বৈঠকে কোনও সিদ্ধান্ত গৃহীত হয়নি।"

তৃণমূল পন্থী আইনজীবী অচিন্ত্য বন্দ্যোপাধ্যায়ের দাবি, নতুন করে সভা করে সর্বসম্মতিতে ওই এজলাস বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও বার অ্যাসোসিয়েশনের সহ সভাপতি কল্লোল মণ্ডল জানান, বার অ্যাসোসিয়েশন বৈঠকে কোনও সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। পরে কেউ যদি কোনও সিদ্ধান্ত নেয়, তা বার অ্য়াসোসিয়েশনের সিদ্ধান্ত নয়। মুষ্টিমেয় কিছু আইনজীবীর সিদ্ধান্ত। এরপরই তৃণমূল সমর্থিত আইনজীবীরা বার অ্য়াসোসিয়েশনের সভাপতি অরুনাভ ঘোষের পদত্যাগের দাবি তোলেন।

BJPCalcutta HCTMCCalcutta High Court

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট