নজিরবিহীন। বাংলা বিধানসভার (West Bengal Assembly Clash) বাজেট অধিবেশনের (Budget Session) শেষ দিনে হাতাহাতিতে জড়াল শাসক-বিরোধী। অন্য রাজ্যের বিধানসভাতে এই দৃশ্য হামেশাই দেখা যায়। কিন্তু এই দৃশ্য বাংলার বিধানসভাতে প্রায় ষোলো বছর পর প্রথমবার। হাতাহাতি, বচসা, কিল, ঘুষি। নাক ফেটে যায় তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের (Asit Majumder)। তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিন বীরভূমে বগটুই কাণ্ড (Birbhum Violence) নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। ওয়েলে নেমে বিক্ষোভ দেখান তাঁরা। তারপরই নজিরবিহীন ভাবে তৃণমূল বিধায়কদের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন বিজেপি বিধায়করা (BJP MLAs)। এদিন ওয়েলে বিধানসভার নিরাপত্তাকর্মীদের সঙ্গেও হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিজেপি বিধায়করা। বিধানসভায় ভাঙচুরের অভিযোগও উঠেছে বিজেপি বিধায়কদের বিরুদ্ধে। সেক্রেটারিয়েট টেবিলের কাগজপত্রও কেড়ে নিতে যায় বলে অভিযোগ বিজেপির বিরুদ্ধে।
আরও পড়ুন: প্রেসিডেন্সিতে উপাচার্যকে বাধা, যাদবপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষ ধর্মঘটীদের
এর আগেও অনেক বিক্ষোভে উত্তাল হয়েছে বিধানসভা। ২০০৬ সালেও বিধানসভা উত্তপ্ত হয়। বাম আমলে বিধানসভায় বিক্ষোভ দেখান বিরোধী দলনেতা পার্থ চট্টোপাধ্যায়। তবে এদিন বিজেপির এই বিক্ষোভকে নজিরবিহীন বলে মনে করছে রাজনৈতিক মহল। কয়েকদিন আগে বিধানসভায় কেন্দ্রের প্রকল্পগুলিকে রাজ্যের নাম দিয়ে চালানোর অভিযোগে বিক্ষোভ দেখান বিজেপির বিধায়করা।