যাদবপুরের ছাত্র মৃত্যুর ঘটনায় প্রতিবাদ ও পাল্টা প্রতিবাদের ঘটনায় উত্তপ্ত হল অরবিন্দ ভবন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তৃণমূল ছাত্র পরিষদ ও অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের মধ্যে ধ্বস্তাধস্তির অভিযোগ। এই ঘটনায় তৃণমূলের এক ছাত্র আহত বলে জানা গিয়েছে।
যাদবপুর পরিস্থিতি নিয়ে এদিন ক্যাম্পাসে বৈঠকের ডাক দেওয়া হয়েছিল। এরমধ্যে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা ক্যাম্পাসে ঢুকলে তাদের বাধা দেওয়ার অভিযোগ ওঠে বাম ছাত্র সংগঠনের বিরুদ্ধে।
ছাত্র মৃত্যুর ঘটনায় যাদবপুর থেকে নতুন করে গ্রেফতার ছ জনকে আগামী ২৮ অগাস্ট পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিল আলিপুর আদালত। বুধবার গ্রেফতারের পরেই ধৃতদের আদালতে পেশ করা হয়েছিল। তার প্রেক্ষিতেই এই নির্দেশ আলিপুর আদালতের।
এদিকে, এই ঘটনায় এদিন লালবাজারে তলব করা হয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু ও ডিন অফ স্টুডেন্ট রজত রায়কে। এরমধ্যে ঘেরাওয়ে আটকে পরেন ডিন অফ স্টুডেন্ট। তবে লালবাজারে হাজিরা দেন রেজিস্ট্রার।