তিলজলার ৭ বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতন ও খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত তিলতলা। তাঁর মেয়ের উপর ভয়াবহ নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ করলেন মা। তিনি জানান, মেয়ের শরীরের কোনও অংশে নির্যাতন করতে বাদ দেয়নি অভিযুক্ত অলোক কুমার। শিশুকন্যার মুখ বেঁধে রেখেছিল। মেয়েটির জিভও বেরিয়ে পড়েছিল। এত মেরেছে যে মেয়েটি মারাই যায়।
Parambrata-Swastika: রাজনৈতিক থ্রিলারের হাত ধরে বহু বছর পর পর্দায় একসঙ্গে পরমব্রত-স্বস্তিকা
রবিবার সকালে মেয়েকে বাড়ির আবর্জনা ফেলতে নিচে পাঠিয়েছিলেন মা। কিন্তু কুকুর দেখে ভয় পেয়ে মেয়ে বাড়ির ভিতরে ঢুকে পড়ে। অভিযোগ, দোতলার ফ্ল্যাটের বাসিন্দা অলোক কুমার তাকে ভিতরে টেনে নেয়। যৌন নির্যাতনের পর নৃশংস ভাবে খুন করা হয় তাকে। স্ক্রু দিয়ে আঘাত করা হয়। অলোকের ফ্ল্যাট থেকেই উদ্ধার করা হয় বস্তাবন্দি মৃতদেহ।
অলোক কুমারকে গ্রেফতার করেছে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। প্রাথমিক ভাবে অপহরণ ও খুনের কথা স্বীকার করেছে সে। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয়রা।