তিলজলায় সাত বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতন করে খুনের ঘটনায় এবার তান্ত্রিক যোগের ইঙ্গিত। পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত অলোক কুমার সন্তানহীন। সমস্তিপুরের বাসিন্দা ওই ব্যক্তির স্ত্রীয়ের তিনবার গর্ভপাত হয়ে গিয়েছে। বিহারের এক তান্ত্রিক অলোক কুমারকে সন্তানলাভের জন্য নবরাত্রির আগে নরবলি দেওয়ার নিদান দেয়। সেই কারণেই সাত বছরের শিশুকন্যাকে সে হত্যা করেছে বলে পুলিশকে জানিয়েছে অলোক কুমার। ওই তান্ত্রিককে গ্রেফতার করতে বিহারে যেতে পারে পুলিশ।
Parambrata-Swastika: রাজনৈতিক থ্রিলারের হাত ধরে বহু বছর পর পর্দায় একসঙ্গে পরমব্রত-স্বস্তিকা
তিলজলার একটি বহুতলের বাসিন্দা ওই শিশুকন্যাকে সকাল সাতটা নাগাদ বাড়ির আবর্জনা বাইরে ফেলে আসতে পাঠানো হয়। তারপর থেকেই সে নিখোঁজ ছিল। সিসিটিভি ফুটেজে তাকে বাড়ির ভিতরে ঢুকতে দেখা গিয়েছে। অভিযোগ, দোতলার বাসিন্দা অলোক কুমার তাকে টেনে ঘরে ঢুকিয়ে নেয়। এরপর যৌন নির্যাতন করে তাকে খুন করা হয়। মাথায় স্ক্রু দিয়ে আঘাত করা হয়। শিশুকন্যার বস্তাবন্দি দেহ অলোকের ফ্ল্যাটের গ্যাস সিলিন্ডারের পাশ থেকে উদ্ধার হয়।