ভর দুপুরে আকাশ ভেঙে বৃষ্টি (Kolkata Rain)। বৃহস্পতিবার দুপুরে আচমকাই কয়েকঘন্টার বৃষ্টিতে জলমগ্ন শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা। কিন্তু আচমকা এই ঝেঁপে বৃষ্টির (Rainfall) আসার কারণ কী?
হাওয়া অফিস সূত্রের খবর, বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের জেরে আচমকা এই বৃষ্টি শুরু হয়েছে। যা চলবে আগামী তিনদিন। তবে, এই বৃষ্টির জেরে তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না। এদিন কলকাতায় দুপুর আড়াইটে পর্যন্ত ৪২.৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বিকেলেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভবনা।
আরও পড়ুন - রাণাঘাটে ডাকাতির ঘটনায় ধৃত কুন্দন সিংয়ের হাতেই খুন হন রাজু ঝাঁ, জানাল পুলিশ
আগামী কয়েকদিন তেমন বৃষ্টির পূর্বাভাস নেই উত্তরবঙ্গে। বরং পুজোর আগে ঝকঝকে হবে এই এলাকার আবহাওয়া। আবহাওয়াবিদদের দাবি, এবার উত্তরবঙ্গের জেলাগুলিতে ঠান্ডাও আগে আসতে পারে। আজ বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি। সর্বনিম্ন ২৮ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি বেশি।