ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হয়ে গিয়েছে। আর এই রুটে মেট্রো চালু হওয়ার কারণে যাত্রী সংকটে একাধিক রুটের বাস। কারণ মেট্রোর দ্রুততার সঙ্গে পাল্লা দেওয়া কোনও ভাবেই সম্ভব নয়। সেই কারণে রুট পরিবর্তনের কথাও ভাবনাচিন্তা করছেন তিন রুটের বাস অপারেটররা।
কোন তিন রুট পরিবর্তনের কথা ভাবছে?
৫২ নম্বর রুট, 'সি' রুট এবং ৫৮ নম্বর। এই তিন রুটের বাস অপারেটররা রুট পরিবর্তনের কথা ভাবছেন। এমনকি বৃহস্পতিবার এই বিষয়ে আলোচনাও করেছেন অপারেটরটা।
আরও পড়ুন - ঘর থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ, সিএএ আতঙ্কে আত্মঘাতী, দাবি পরিবারের
৫২ নম্বর রুট
রামরাজাতলা থেকে ধর্মতলা পর্যন্ত চালানো হয় এই বাস। এই বাস রাজাবাজার সায়েন্স কলেজ পর্যন্ত চালানোর পরিকল্পনা হচ্ছে।
'সি' রুট
হাওড়া থেকে পার্কস্ট্রিট পর্যন্ত চলে এই বাস। যেটি হাওড়া ময়দান থেকে খিদিরপুর কিংবা মহেশতলা পর্যন্ত চালানোর পরিকল্পনা করা হচ্ছে।
৫৪ নম্বর বাস
বালিখাল থেকে ধর্মতলা পর্যন্ত এই বাস চলে। এই বাসের রুট বদল করে ধর্মতলা থেকে বিএনআর পর্যন্ত চালানো হতে পারে।