কার্যত এবার দুয়ারে কর্মসংস্থান (Jobs)। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের অনুষ্ঠান থেকে এই ইঙ্গিতই দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর দাবি, এই মুহূর্তে দেশের এক নম্বরে বাংলার কৃষি (Agriculture)। এবার তিনি চান শিল্পের (Industry) উপর আরও বেশি করে জোর দিতে। এদিন রাজ্যের শিল্পের অবনতির জন্য বামেদেরই (Left) দায়ী করেছেন তিনি।
রাজ্যের শিল্পের উন্নয়নে তিনি দেউচা-পচামির কথা উল্লেখ করেন। এদিন তিনি জানান পুরুলিয়ার রঘুনাথপুরে কয়েক কোটি টাকা ব্যয় করে নতুন প্রজেক্টের কাজ চলছে। যেখানে আগামী দিনে কয়েক লক্ষ যুবক-যুবতীর চাকরি হবে। তাঁর দাবি, রাজ্যের বাইরে গিয়ে নয়। রাজ্যের ভিতরেই অনেক চাকরি তৈরি হচ্ছে। শুধু চাকরিপ্রার্থীদের তা খুঁজে নিতে হবে।
আরও পড়ুন : জলপাইগুড়িতে বিনিয়োগ করছে টাটা, নেতাজি ইন্ডোরের অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর
পরিসংখ্যান দিয়ে মুখ্যমন্ত্রী জানান, গত কয়েক বছরে দেশে ৪৫ শতাংশ মানুষ বেকার হয়েছেন। ব্যতিক্রম শুধু বাংলা। রাজ্যে এই সময়ের মধ্য়ে ৪০ শতাংশের চাকরি হয়েছে। কিন্তু বিরোধীরা এইসব দেখতে পাননা। মমতার অভিযোগ, বিরোধীদের একটাই কাজ। শুধু অহেতুক বিরোধিতা করা। তবুও তিনি আগামী কয়েক বছরের মধ্যে কর্মসংস্থান তৈরির ব্যাপারে বদ্ধ পরিকর বলেই এদিন জানিয়েছেন।