টাকা যেন ফুরছে না আমির খানের ! খাটের তলা থেকে নগদ উদ্ধারের পর এবার বাজেয়াপ্ত করা হল বহু কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি। মঙ্গলবার তা বাজেয়াপ্ত করেছে কলকাতা পুলিশ। পুলিশ জানিয়েছে, উদ্ধার ক্রিপ্টোকারেন্সির মূল্য ১৪ কোটি ৫৩ লক্ষ টাকা। গত ১০ সেপ্টেম্বর আমিরের গার্ডেনরিচের বাড়িতে প্রথম হানা দিয়েছিল ইডি। ওই দিন তার বাড়ি থেকে উদ্ধার হয়েছিল ১৭ কোটি ৩২ লক্ষ টাকা। মূলত আর্থিক প্রতারণার অভিযোগ পেয়েই হানা দিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি।
এদিন ক্রিপ্টোকারেন্সি উদ্ধারের পর পুলিশ জানিয়েছে, ক্য়ারিবিয়ান দ্বীপপুঞ্জের এক সংস্থা মধ্য়ে দিয়ে চিনের এক কোম্পানিতে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করত আমির। ওই সংস্থায় নোটিস পাঠানো হয়েছিল। তারপর উদ্ধার হল বহু কোটি টাকা। তবে শুধু আমির নয়, এই ঘটনার পিছনে আরও অনেক বড় মাথা আছে বলেই দাবি তদন্তকারীদের। কারণ, বহু অ্যাকাউন্ট থেকে যেমন টাকা এসেছে, তেমনই গিয়েছেও অনেক অ্যাকাউন্টে। কারণ করোনার সময় অর্থাৎ ২০২০ সাল থেকে ২০২১ পর্যন্ত এই বিনিয়োগ করেছিল আমির।
সম্প্রতি উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে গ্রেফতার করা হয়েছে গেমিং অ্য়াপ প্রতারণায় অভিযুক্ত আমির খানকে। খোঁজ চলছে তার এক সহযোগির। সেইসঙ্গে পুলিশের সন্ধানে রয়েছে তার সম্পত্তিও। তদন্তকারীদের দাবি, এর মধ্যে কোথায় গা ঢাকা দিয়ে থাকতে পারে আমিরের সহযোগি।