রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কালোপতাকা। তার জেরে ধুন্ধুমার যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। এবিভিপি এবং আরএসএফ দুই ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষের জেরে বেশ কয়েকজন জখম বলে জানা গিয়েছে। ছাত্র মৃত্যুর প্রতিবাদ জানাতে এদিন যাদবপুরে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী।
সেই সময় অতিবাম ছাত্র সংগঠনের তরফে শুভেন্দুকে কালো পতাকা দেখানোর অভিযোগ ওঠে। প্রতিবাদ করে এবিভিপি সমর্থকরা। তখনই দু পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ঘটনাস্থলে রয়েছে পুলিশের বিশাল বাহিনী।
ছাত্র মৃত্যুর ঘটনায় এদিন মিছিল করেছিল বাম ছাত্র সংগঠন এসএফআই। ঢাকুরিয়া থেকে মিছিল যাওয়ার সময় বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের কাছে বামেদের মিছিল আটকে দেয় পুলিশ।
এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য অভিযোগ করেন, অতিবাম ছাত্র সংগঠনগুলি এখন বিজেপি এবং তৃণমূলের স্যাডো সংগঠন হিসাবে কাজ করছে। দাবি করা হয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর পদত্যাগ।
এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু জানিয়েছেন, এদিন থেকেই ক্যাম্পাসে নিষিদ্ধ মদ, মাদক। ধড়া পড়লে কড়া শাস্তির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।