পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির জীবনকৃতি সম্মান পেলেন নাট্যকার তথা অভিনেতা প্রদীপ ভট্টাচার্য (Pradip Bhattacharya)। শনিবার তাঁর হাতে পুরস্কার তুলে দেন রাজ্যের শিক্ষামন্ত্রী ও নাট্যকার ব্রাত্য বসু (Bratya Basu)। মঞ্চে উঠে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে (Buddhadev Bhattacharjee) সম্মান জানালেন প্রদীপ ভট্টাচার্য।
জীবনকৃতি সম্মান পাওয়ার পর প্রদীপ ভট্টাচার্যের মুখে প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রশংসা শুনে বিষ্মিত অনেকেই। কিন্তু মঞ্চে উঠে তিনি বলেন, "বুদ্ধদেব ভট্টাচার্যের সহযোগিতা না থাকলে থিয়েটারে 'থেরাপি ইন হোম' সম্ভব ছিল না। এটা অতীতের ১৫ বছরের ফসল। কারও খারাপ লাগতে পারে। কিন্তু এটাই বাস্তব।"
আরও পড়ুন: সোমবার থেকে খুলছে সরকারি স্কুল, ঘটনাবহুল গরমের ছুটি, দাবি শিক্ষাবিদদের
পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির মঞ্চ থেকেই কেরলের থিয়েটার মডেলের প্রশংসা করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, "এখানে কেরল মডেল কাজে দিয়েছে। কেরলে প্রতি ব্লকে চলচ্চিত্র উৎসব হয়। ওদের সরকার টাকা দিয়েছে। সম্মান দিয়েছে। কেরালায় চলচ্চিত্রে আমূল পরিবর্তন ঘটে গিয়েছে। আমরাও ১০-১২ বছর জেলায় জেলায় থিয়েটার ফেস্টিভ্যাল করছি। নাট্যচর্চায় পরিবর্তন আনতে হবে।" পাশাপাশি শিক্ষামন্ত্রী জানান, পুরষ্কার মানেই বিতর্ক। লেখর হোক বা অভিনেতা, সবার প্রতিভাই ভগবানের দান।