বিজেপির ডাকা বুধবার ১২ ঘণ্টার বাংলা বনধ মানবে না রাজ্য। সরকারি ভাবে জানাল নবান্ন। রাজ্য প্রশাসনের সদর দফতর থেকে জানানো হয়েছে, বুধবার রাজ্যের জনজীবন স্বাভাবিক থাকবে। সরকারি বাস চলার পাশাপাশি বেসরকারি বাস মালিকদের রাস্তায় বাস নামাতে অনুরোধ করা হয়েছে। নবান্ন থেকে জানানো হয়েছে, রোজের মতোই স্কুল, কলেজ এবং সরকারি দফতর খোলা থাকবে। মঙ্গলবার নবান্ন অভিযানের সময় পুলিশি অত্যাচারের প্রতিবাদে বুধবার রাজ্যে ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক দিয়েছে বিরোধী দল বিজেপি। তার জবাবে নবান্ন থেকে জানানো হয়েছে, অভিযানের উপর কোনও পুলিশি অত্যাচার হয়নি। বরং আন্দোলনের সামনে পুলিশ অনেক বেশি শান্ত ছিল।
বিজেপির বাংলার বনধ ডাকার পাল্টা হিসাবেই তৃণমূলের তরফে জানান হয়, এই বনধ বাংলার মানুষ স্বীকার করবে না। তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ জানান, নবান্ন অভিযানের নামে বাংলার মানুষকে বিভ্রান্ত করেছে বিজেপি। নবান্নে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের অভিযোগ, ছাত্র আন্দোলনের নামে মিছিল থেকে হিংসায় প্ররোচনা দেওয়া হয়েছে। মিছিল পরিচালনায় পুলিশের প্রশংসা করেছেন রাজ্যের মন্ত্রীর চন্দ্রিমা ভট্টাচার্য।
রাজ্যের অভিযোগ কর্মসূচির নামে বিশৃঙ্খলার চেষ্টা করা হয়েছে। নবান্ন অভিযানে পুলিশের হিসাব, মহিলা-সহ আহত হয়েছেন ১৩২ জন। আহতদের তালিকায় রয়েছেন বেশ কয়েকজন পুলিশ কর্মীও। কারণ, বাবুঘাটে পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। হামলা চালানো হয়েছে এক ট্যাক্সির উপরেও।