একটা আগুন, পুড়িয়ে দিল হাজারো স্বপ্ন। সেই ঘটনার সাক্ষী থাকল দক্ষিণ কলকাতার আনন্দপুর। রবিবার সকালে এই এলাকার এক বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাতেই পুড়ে ছাই হয়ে গেল উচ্চমাধ্যমিকের অ্যাডমিড থেকে, বাকি পরীক্ষার স্বপ্ন।
এই বস্তির এক বাসিন্দা এই বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। তার প্রশ্ন, এই অবস্থায় কী ভাবে সোমবার পরীক্ষায় বসবে ? কারণ, সোমবার তার ইতিহাস পরীক্ষা রয়েছে। তার আগে পুড়ে ছাই হয়ে গিয়েছে বই। এছাড়াও এই বস্তিতে থাকে এমন অনেক পরীক্ষার্থী, যাদেরও সোমবার উচ্চমাধ্যমিক পরীক্ষা রয়েছে। তারাও এই ঘটনায় ক্ষতিগ্রস্থ বলেই জানা গিয়েছে।
রবিবার সকালে আনন্দপুরের ঝুপড়িতে আগুন লাগে। হাওয়ার গতি বেশি থাকায় তা দ্রুত ছড়িয়ে পড়ে। অন্তত ৫০টি ঝুপড়ি ঘর, দোকান পুড়ে ছাই হয়ে যায়। হতাহতের খবর মেলেনি।