যাদবপুরে কবে বসবে সিসি ক্যামেরা ? দিন তারিখ এখনও ঠিক হয়নি। কিন্তু এরমধ্যে ক্যামেরা কেনার জন্য টাকা বরাদ্দ কর দিল রাজ্যের উচ্চশিক্ষা দফতর। জানা গিয়েছে, এই খাতে ৩৮ লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে। নবান্ন থেকে পাওয়া খবরে জানা গিয়েছে, এই ব্যাপারে অর্থমন্ত্রকের কাছে অনুরোধ করা হয়েছিল। যা মঞ্জুর করা হয়েছে।
গত ৯ অগাস্ট যাদবপুরে প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর পর উত্তাল হয় রাজ্য রাজনীতি। প্রশাসনিক গাফিলতির অভিযোগ ওঠে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে। প্রশ্ন ওঠে সিসি ক্যামেরা না থাকা নিয়েও। ঘরে-বাইরে প্রবল চাপে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাজি হয় সিসি ক্যামেরা বসানোর ব্যাপারে।
আরও পড়ুন : যাদবপুরে ছাত্রমৃত্যুতে রাজনৈতিক রং লাগিয়েছেন মুখ্যমন্ত্রী! কটাক্ষ সৃজনের
এদিকে, বেশ কয়েক দফার পরেও ছাত্র মৃত্যু নিয়ে বিশ্ববিদ্যালয়ের দেওয়া উত্তরে এখনও সন্তুষ্ট নয়, একাধিক কমিশন। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ঘুরে যেতে পারে ইসরোর প্রতিনিধি দল।