প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষক নিয়োগের নিয়মে বদল ঘটাল রাজ্য সরকার। সোমবার এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগ করবে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। নিয়োগ দুর্নীতির মধ্যে রাজ্যের এই সিদ্ধান্তের মধ্যে বাম আমলের ছায়া দেখতে পাচ্ছেন বিশেষজ্ঞরা। কারণ, শিক্ষামন্ত্রী হওয়ার পর এই নিয়মের বদল করেছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পার্থ জমানার সেই নিয়মেরও এবার বদল ঘটানো হল।
বিশেষজ্ঞদের দাবি, রাজ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে জেরবার প্রশাসন। রোজই কোনও কোনও ব্যক্তিকে এই দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ গ্রেফতার করা হচ্ছে। এই পরিস্থিতিতে নিয়োগ পদ্ধতিতে স্বচ্ছতা আনতেই এই নিয়মের বদল বলেই দাবি করা হয়েছে স্কুল শিক্ষা দফতর থেকে।
এর আগে, ২০১৮ সাল থেকে প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগ করত স্কুল দফতর। রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী হয়ে এই সিদ্ধান্ত নিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। বামেদের দাবি, তাদের আমলে নিয়োগ পদ্ধতিতে স্বচ্ছতা ছিল। কিন্তু তৃণমূল আমলে তা আমূল বদলে যায়। বিশেষজ্ঞদের মতে, সোমবারের এই নয়া সিদ্ধান্তে ফের স্বচ্ছতা ফিরতে পারে রাজ্যের প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগে।