এবার মাথা মুড়িয়ে প্রতিবাদ। সরকারি স্কুলে চাকরির দাবি শনিবার হাজার দিনে পড়ল চাকরি প্রার্থীদের প্রতিবাদ। সেই মঞ্চেই মাথা মুড়িয়ে প্রতিবাদ দেখালেন এক মহিলা চাকরি প্রার্থী। এই ঘটনায় রাজনৈতিক প্রতিক্রিয়া মিলেছে। তৃণমূল সাংসদ সৌগত রায়, এই ঘটনাকে নাটক বলে অভিযোগ করেছেন। পাল্টা সমালোচনা করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। এসবের মধ্যেই রাসমণি পাত্র নামের ওই চাকরি প্রার্থীর দাবি, এবার একটা চাকরি দিন।
অভিযোগ, প্রায় সাত বছর হল এসএসএসটি-দের মেধা তালিকা প্রকাশ হয়নি। যার ফলে নিয়োগ আটকে রয়েছে। এই ব্যাপারে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, আদালতের নির্দেশ মেনেই কাজ হচ্ছে। এই ব্যাপারে বাড়তি উদ্যোগের কোনও জায়গা নেই। ২০১৯ সাল থেকে প্রতিবাদ দেখাচ্ছেন চাকরি প্রার্থীরা।
মুখ্যমন্ত্রীও তাঁদের সঙ্গে কথা বলেছিলেন। তারপরেও কোনও সুরহা হয়নি বলেই দাবি চাকরিপ্রার্থীদের। তাঁদের প্রতিবাদ এবার হাজার দিন পেরিয়ে গেল। এদিনও তাঁরা একটি চাকরির দাবিই করেছেন সরকারের কাছে।