ভোট মরশুমে প্রকাশ হতে পারে এবারের উচ্চমাধ্যমিকের ফল। এমনটাই ইঙ্গিত সংসদ সূত্রে। এমনকী, উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হতে পারে মাধ্যমিকের ফলের আগে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের একটি সূত্র থেকে দাবি করা হয়েছে, এপ্রিলের তৃতীয় সপ্তাহের মধ্যেই হয়তো এই ফল প্রকাশ করা হবে। তবে মার্কশিট পেতে পরীক্ষার্থীদের ১৫ দিন সময় লাগতে পারে।
রাজ্যের প্রায় ১৮ লক্ষ পড়ুয়া এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। যা মাধ্যমিকের তুলনায় বেশি ছিল। সংসদ সূত্রে খবর, এবারের পরীক্ষার নম্বর অনলাইনে এন্ট্রি করা হয়েছে। আর কিছু সংখ্যক পরীক্ষার্থীর নম্বর এন্ট্রি করা বাকি রয়েছে বলেই দাবি সংসদের সূত্রে।
ওয়াকিবহাল মহলের মতে, যদি রাজ্যে এই ঘটনা ঘটে, তাহলে শিক্ষার ইতিহাসে নতুন বিপ্লব হবে। কারণ, এই প্রথম মাধ্যমিকের আগে প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফল।