২ ৩ জানুয়ারি মুক্তি পেয়েছে, রামকমল মুখোপাধ্যায় পরিচালিত 'বিনোদিনী, একটি নটীর উপাখ্যান'... প্রায় ৫ বছরের অক্লান্ত পরিশ্রম শেষে এই ছবি বড়পর্দায়। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স প্রযোজিত এই ছবির জন্য দর্শকদের অপেক্ষা ছিল বহুদিনের। ছবির প্রিমিয়ারে বসেছিল চাঁদের হাট।
১৪১ বছর অপেক্ষার পর যোগ্য সম্মান পেয়েছেন বিনোদিনী দাসী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে স্টার থিয়েটারের নাম হয়েছে, নটী বিনোদিনী থিয়েটার। আর সেই হলেই প্রথম চলেছে রুক্মিণীর বিনোদিনী। প্রিমিয়ারে বিনোদিনীর একেবারে ছায়াসঙ্গী হয়েছিলেন দেব।
ছবি নিয়ে কী বললেন খোদ প্রযোজক?