রাজ্যে তীব্র দহনের জেরে সোমবার থেকে স্কুল গুলিতে চালু হয়েছে গরমের ছুটি। তার জেরে এবার একাদশ শ্রেণির প্র্যাকটিক্যাল পরীক্ষার দিন বদল করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। প্রাথমিক ভাবে ঠিক ছিল, ৩১ মার্চ থেকে ১৮ এপ্রিলের মধ্যে একাদশ শ্রেণির প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ করতে হবে। কিন্তু ছুটি শুরু হওয়ায়, তা সম্ভব হচ্ছে না। নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৪ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত নেওয়া হবে একাদশ শ্রেণির প্র্যাকটিক্যাল পরীক্ষা।
শুধু প্র্যাকটিক্যাল পরীক্ষার দিন বদল নয়, নতুন বিজ্ঞপ্তিতে একাদশের বার্ষিক পরীক্ষার নম্বর অনলাইনে জমা করার সময়সীমাও বাড়ানো হয়েছে। প্রাথমিক ভাবে ঠিক ছিল ২৮ এপ্রিলের মধ্যে যাবতীয় কাজ শেষ করতে হবে। কিন্তু নতুন বিজ্ঞপ্তিতে স্পষ্ট তা আপাতত সম্ভব হচ্ছে না।
রাজ্যে তাপপ্রবাহের জেরে গত রবিবারই স্কুলে গরমের ছুটির নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সরকারি সব শিক্ষা প্রতিষ্ঠান তো বটেই, অধিকাংশ বেসরকারি স্কুলও সোমবার থেকে বন্ধ রাখা হয়েছে। তবে, বেশ কয়েকটি বেসরকারি স্কুল এক-দু’দিনের মধ্যে অনলাইন ক্লাস চালু করতে চলেছে বলে জানা গিয়েছে।